আল্লাহ পাক কোরআন শরিফ ছহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করার জন্য মুসলিম নরনারির উপর ইলূমে কিরাত ও তাজবীদ শিক্ষা করা ফরজ করেছেন। “ওয়ারাত্তিলিল্ কোরআনা তারতীলা” অর্থ তোমরা পবিত্র কোরআন শরীফ ছহি শুদ্ধ করে তারতীলের সাথে (সুস্পষ্ট সুবিন্যস্ত ভাবে) পাঠকর। (আল-কোরআন তিলাওয়াতকারী, প্রতিটি হরফে দশটি পুণ্য, দশটি পাপের ক্ষমা, এবং জান্নাতে দশটি সম্মান লাভ করবেন। ছুবহানাল্লাহ!। কিন্তু অশুদ্ধ তিলাওয়াতকারী গুনাহগার হবেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে “ওয়া রুব্বা কারিয়ুল কোরআনি ওয়া কোরআনু ইয়ালআনুহুম”। অর্থ : বহু সংখ্যক তিলাওয়াত কারীকে পবিত্র কুরআন লা’নত বা অভিশাপ করতে থাকে । তাই অশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা শরিয়তে নিষিদ্ধ। অতএব ছহি করে তিলাওয়াত শিক্ষা করা ফরজ। কোরআন যারা শিখেন এবং যারা শিখান তাঁদেরকে হাদিস শরিফে বলা হয়েছে “খাইরুকুম্ মান্ তাআল্লামাল্ কুরআনা ওয়া আল্লামাহু”। অর্থ : তোমাদের মধ্যে তাঁরাই উত্তম যারা কোরআন শরিফ শিখেন, এবং অন্যকে শিখান (আল্ হাদিস) ছহি তিলাওয়াত করতে হলে, সনদ প্রাপ্ত ক্বারির নিকট মশুক এবং ইলমে তাজবীদ শিক্ষার কোন বিকল্প নেই।
Course Features
- Lectures 10
- Quiz 0
- Duration
- Skill level All levels
- Language বাংলা ও আরবি
- Students 5
- Certificate No
- Assessments Yes